নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সাঁঝের আকাশে ফুটেছে তারা

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪



সাঁঝের আকাশে ফুটেছে তারা
লক্ষ্মণ ভাণ্ডারী

সাঁঝের আকাশে ফুটেছে তারা চাঁদ উঠেছে হেসে।
চাঁদের বুড়ি চরকা চালায় একা গিয়ে চাঁদের দেশে।
জ্বল জ্বল করে জ্বলিছে তারারা রজনী গভীর হলো,
অজয় নদীর স্বচ্ছ সলিলে খেলিছে চাঁদের আলো।

রাত্রি নিশীথে নদীর কিনারে, শ্মশানে জ্বলিছে চিতা,
নির্জন রাত্রি কেহ কোথা নাই, শৃগাল কাঁদিছে সেথা।
পথের বাঁকে চাঁদের আলোয় জোনাকিরা কেঁদে মরে,
চাঁদ ডুবে যায় জোছনা লুকায় অজয় নদীর বালুচরে।

মায়াবী রাতি কেটে হয় ভোর, পাখিরা উঠিল ডেকে,
ভোরের আলোয় পূবের আকাশ হাসে লাল রং মেখে।
কাননে ফুটেছে কুসুম কলিরা সুশীতল সমীরণ বয়,
প্রভাত-সূর্য উঁকি দিয়ে দেখে, হেসে হেসে কথা কয়।

প্রভাতবেলায় বাড়ির আঙিনায় ময়না ও শালিক নাচে,
খোলা হাওয়ায় পুলক জাগে, গাহে পাখি গাছে গাছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.