নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভারত আমার মাটি আমার

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫





ভারত আমার মাটি আমার
লক্ষ্মণ ভাণ্ডারী

আঁধার মুছে ফেলো
আলোর পথে চলো
ভারত আমার মাটি আমার, বুক ফুলিয়ে বলো।

কালো টাকার বাজার,
রুখবো মোরা এবার,
মোদের পাশে আছেন সাথে, এই দেশের সরকার,
দেশ হতে যাবে ঘুচে এবার দুর্নীতি আর ভ্রষ্টাচার।

আঁধার মুছে ফেলো
আলোর পথে চলো
ভারত আমার মাটি আমার, বুক ফুলিয়ে বলো।

অন্ধকার যাবে মুছে,
ভ্রষ্টাচার যাবে ঘুচে,
ভারত হবে সোনার ভারত, সুদিন আসবে আবার,
মোদের পাশে আছেন সাথে এই দেশের সরকার।

আঁধার মুছে ফেলো
আলোর পথে চলো
ভারত আমার মাটি আমার, বুক ফুলিয়ে বলো।

মুছে ফেল আঁখি জল
তোমরা তো নও দুর্বল,
শির উঁচিয়ে বুক ফুলিয়ে বলো জয় মোদী সরকার,
রুখতে হবে এ দেশের বুকে কালো টাকার বাজার।

আঁধার মুছে ফেলো
আলোর পথে চলো
ভারত আমার মাটি আমার, বুক ফুলিয়ে বলো।

কালো টাকার বাজার,
অভিশাপ যে সবাকার
মোদের পাশে আছেন সাথে, এই দেশের সরকার,
দেশ হতে যাবে ঘুচে এবার দুর্নীতি আর ভ্রষ্টাচার।

আঁধার মুছে ফেলো
আলোর পথে চলো
ভারত আমার মাটি আমার, বুক ফুলিয়ে বলো।















































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.