নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩



গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি,
গাঁয়ের ছায়া,
গাঁয়ের মানুষ,
আমার আপনজন,

গাঁয়ের সবুজ,
শীতল ছায়ায়,
মুগ্ধ হয়ে রয়,
আমার নয়নমন।

গাঁয়ে মাঠে মাঠে,
কাস্তে লয়ে হাতে,
সোনা ধান কাটে,
গাঁয়ের চাষী সবাই,

গাঁয়ের সরু পথে,
মাটির কলসিতে,
আসে জল নিতে,
বধূরা ঘোমটা মাথায়।

দিবসের অবসানে,
পশ্চিম দিগন্তপানে,
লালসূর্য ঢলে নামে,
দিগন্তের ঐ সীমানায়,

নামে সাঁঝের আঁধার,
ঘন কালো চারিধার,
চাঁদ ওঠে জোছনার
আলো ঝরে বসুধায়।

























































মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লাগলো।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: ছবিও ছড়া অনেক ভালো লেগেছে

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লেখনি.,, ভালো লাগলো...

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ইমরান আল হাদী বলেছেন: ভালো লাগলো, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.