নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বয়ে চলে অজয় নদীর ধারা

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১



বয়ে চলে অজয় নদীর ধারা
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে ফলে সোনাধান
গাহে পাখিরা গাছে গাছে,
নদীর বালুচরে আছে নৌকা বাঁধা
অজয় নদীর ঘাটের কাছে।

শঙ্খচিল ওড়ে নীল আকাশে
সাদাবক ওড়ে ঝাঁকে ঝাঁকে,
সোনালী রোদ ঝরে পড়ে জলে
সবুজ পাতার ফাঁকে ফাঁকে।

পথের বাঁকে লাল ধূলো ওড়ে
সোনার ফসল ফলে মাঠে,
ধোপারা কাচে কাপড়চোপড় ধূতি
সোনাইদিঘির বাঁধানো ঘাটে।

বাড়ির আঙিনায় ময়না চড়ুই
ওরা খেলা করে একসাথে,
মেজোবউ বসে বাসন মাজে
ঐ কুয়োতলায় আঙিনাতে।

বড়োবউ সেজোবউ দুজনে মিলে
রান্না করে বসে রান্নাঘরে,
পিঁড়িতে বসে শাশুড়ী মা তাদের
মেয়ে দুটিকে আদর করে।

সূর্যি ডোবে, সাঁঝের আঁধার নামে
আকাশে ওঠে চাঁদ ও তারা,
জোছনায় নদীজল ঝিকিমিকি করে
বয়ে চলে অজয় নদীর ধারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.