নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শ্মশানে জ্বলিছে চিতা

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১



শ্মশানে জ্বলিছে চিতা
লক্ষ্মণ ভাণ্ডারী

শ্মশানে জ্বলিছে চিতা সারি সারি দূরে
মৃত মানুষের দেহ, জ্বলে পুড়ে মরে।
তৃতীয়ার চাঁদ হাসে রাতের আকাশে,
পোড়া লাশের দূর্গন্ধ ছড়ায় বাতাসে।

ডাকিছে শৃগাল মাঠে ধরা ছায়াময়,
নদীতটে নিশাচর, শুধু জেগে রয়।
ছলছল বেগে আজি বহিছে তটিনী,
দু’নয়নে অশ্রু ঝরে, বিনিদ্রা রজনী।

কান্না দিয়ে যায় কেনা ধরিত্রীর হাসি,
পতিহারা সতী কাঁদে শ্মশানেতে আসি।
শ্মশানেতে কাঁদে সবে আত্মীয় স্বজন,
জ্বলন্ত চিতায় লাশ, পোড়ায় যখন।

স্বপ্নে আছে সুখ আর শান্তি পাবে মনে,
মৃত লাশ কাঁধে লয়ে আসিলে শ্মশানে।
শ্মশানে ঝরায় অশ্রু, দেখি সর্বজনে,
স্মৃতি শুধু মনে রয়, হেরিয়া নয়নে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন। শ্মশান নিয়ে এই প্রথম কোন লেখা পড়লাম।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সু-মন্তব্যে প্রীত ও মুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার লেখা অামি পড়ি; ভালো লাগে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার মন্তব্যে মুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।
আমার আজকের কবিতার পাতায়
আসতে অনুরোধ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.