নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বহিছে মৃত্যুর চোখে জল

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭



বহিছে মৃত্যুর চোখে জল
লক্ষ্মণ ভাণ্ডারী

বহিছে মৃত্যুর চোখে জল অনিবার,
পিতামাতা ভাইবন্ধু বল কেবা কার?
সংসার ভেসে যায় মরে যদি কেহ ,
শ্মশানেতে ছাই করে মরা মৃতদেহ।

বহিছে মৃত্যুর চোখে জল দেখ চেয়ে,
ক্ষুধায় অতিষ্ঠ প্রাণ কাঁদে ছেলেমেয়ে।
ঘরে নাই চাল তাই কাটে অনাহারে,
বিধবা মায়ের দুই চোখে জল ঝরে।

অভিমানে চলে গেছে চিরদিন তরে,
আসিবে না ফিরে আর ভুবন মাঝারে।
জন্ম মৃত্যু সব কিছু বিধাতার খেলা,
খালি হাতে আসে যায় ফিরিবার বেলা।

অবিরত লহ নাম, নাহিক বিরাম,
ভজ নাম কৃষ্ণ নাম, জপ অবিরাম।












মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জগতে মৃত্যুই চিরন্তন সত্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.