নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছোট গাঁয়ে

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮



আমাদের ছোট গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গাঁয়ে থাকি মোরা সবে,
অজয় নামেতে নদী বহে কলরবে।
তরুর শাখায় বসি বিহগের দল,
সারাদিন গায় গান করে কোলাহল।
রাঙা মাটির পথে গরুর গাড়ি চলে,
মাঠে মাঠে ধান কাটে চাষীরা সকলে।
সকালে জেলেরা সব জাল নিয়ে কাঁধে,
মাছ ধরিবার লাগি ধায় নদী বাঁধে।
দিঘিঘাটে জল নিতে আসে যত মেয়ে,
সাদা বক উড়ে যায় থাকি আমি চেয়ে।
আমাদের ছোট গাঁয়ে, সরু গলি পথে,
জল নিয়ে যায় ঘরে, সোনাদিঘি হতে।
দিগন্তে ঐ সূর্য ডোবে নামে অন্ধকার,
সাঁঝের আঁধার নামে, গাঁয়ে চারিধার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।

অনেক ভাল লেগেছে এটি।

শুভকামনা।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: কুশলে আছি। মন্তব্যে মুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

আহা রুবন বলেছেন: কবিতা ভাল লাগল। সুন্দর ছবিটাও। আমাদের গ্রামে বা আশে-পাশে এমন ছবি আর নেই। সব রাস্তা পাকা। ছোট বেলার স্মৃতি জেগে উঠল। এমন রাস্তায় কত হেঁটেছি, গোরুগাড়ির পিছে ঝুলতাম। গাড়িয়াল তাড়া দিত, আবার ঝুলে পড়তাম...

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: গাঁয়ের পুরোনো স্মৃতি আজও অতীতকে
ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর।
মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ভালবাসা
আর শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.