নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে সবুজ গাছের ছায়া

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯



আমার গাঁয়ে সবুজ গাছের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে সবুজ গাছের ছায়া
পূব গগনে সোনালী সূর্য হাসে,
ময়না চড়ুই ফুড়ুক ফুড়ুক ওড়ে
আঙিনায় ঐ শিশির ঝরা ঘাসে।

সকাল নটায় পাড়ার ছেলেমেয়ে
স্কুলে যায় রোজ বইখাতা হাতে,
গাঁয়ের বধূরা কলসি কাঁখে নিয়ে
জল নিতে যায় নয়নদিঘির ঘাটে।

পাড়ার ছেলে নয়ন দিঘির ঘাটে
তেল মেখে রোজ কাটে সাঁতার,
বিকেল হলে পড়ে আসে বেলা
সূর্য্যি ডোবে গাঁয়ে নামে আঁধার।

সাঁঝআকাশে সাঁঝের তারা ফুটে।
চাঁদের আলোক ঝরে আমার গাঁয়,
রাতের শেষে চাঁদ ডুবে যায় যবে,
রাত কেটে রোজ সকাল হয়ে যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
পাঠকের সাথে যোগাযোগ স্থাপন করলে উপকৃত হবেন আশা করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.