নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের আলোকে।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬



নববর্ষের আলোকে
লক্ষ্মণ ভাণ্ডারী

বর্ষশেষে নববর্ষ করে আগমন,
নববর্ষে সবে হয় খুশিতে মগন।
শুভ নববর্ষ তাই খুশির ঝলকে,
সবার হৃদয় আজি নাচিছে পুলকে।

কেহ করে পিকনিক মাইক বাজিয়ে,
কেহবা কাটায় দিন রেস্টুরেন্টে গিয়ে।
কেহবা করিছে ক্রয় নব আভরণ,
কেহ কিনে দামী শাড়ি সুচারু বয়ন।

নব বর্ষে ব্যস্ত সবে আজি শুভ দিন,
পথ পার্শ্বে কাঁদে কেহ বদন মলিন।
কেহ হাসে,কেহ কাঁদে এই বসুধায়,
অনাহারী শিশু কাঁদে পড়িয়া ধূলায়।

নববর্ষ শুভ দিনে খুশি সবাকার,
একটি বছর তরে প্রতীক্ষা আবার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

বিজন রয় বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকে।

আমি আপনার লেখার একজন বড় ভক্ত।

ভাল থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সাথে থাকুন।
নতুন বছরে নতুন নতুন
কবিতা পোস্ট করবো।
ইচ্ছা আছে। শুভ নববর্ষের
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.