নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬



গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি, গাঁয়ের মানুষ ও সবুজ গাছের ছায়া,
এ গাঁয়ের মাটিতে মাখানো আছে মমতা ও মায়া।
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল- সোনার ধান,
সোনার খনি এই গাঁ আমার, এই গাঁ আমার প্রাণ।

এ গাঁয়ের পাশে চলেছে বয়ে অজয় নদীর ধারা,
বালুচরে সোনা রোদ ঝরে উড়ে ধবল বলাকারা।
নদীর ঘাটে নৌকা চালায় এ গাঁয়ের মাঝি ভাই,
তাঁতি জেলে ও কামার কুমোর বাস করে সবাই।

পাহাড় ঘেঁষে সূর্যি ডোবে দিনের শেষে সন্ধ্যায়,
পাখিরা ফেরে আপন বাসায় আঁধার নামে গাঁয়।
চাঁদ তারা হাসে নীল আকাশে পুর্ণিমা জোছনায়,
পূবআকাশে আলো ফুটে ওঠে সকাল হয়ে যায়।

ফুলের বনে ফোটে ফুলকলি পাখিদের কলতান,
প্রভাত কালে কান পেতে শুনি ঘুম ভাঙার গান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.