নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের শীতল তরুর ছায়ায়

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮



গাঁয়ের শীতল তরুর ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের শীতল তরুর ছায়ায়
রাখাল বাজায় বাঁশি,
নীল আকাশে সাদা মেঘেরা
ভাসছে রাশি রাশি।

শালুক হীড়ের মেঠো জমিতে
চাষীরা করে চাষ,
তরুর শাখায় বাসা বেঁধে
পাখিরা করে বাস।

গাঁয়ের পাশে অজয় নদী
বারোমাস চলে বয়ে,
নৌকা চালায় কানু মাঝি ভাই
ভাটিয়ালি গান গেয়ে।

দূর আকাশে পাহাড় চুড়োয়
সোনালি সূর্য উঠে,
ফুলের বাগানে সৌরভ ছোটে
ফুলকলি যবে ফুটে।

গাঁয়ের শীতল তরুর ছায়ায়
ছোট শিশুরা খেলে,
বীর হনুমান ছুটে বেড়ায়
গাছের ডালে ডালে।

গাঁয়ের শেষে পথের বাঁকে
শালিক পাখির ঝাঁক,
বাড়ির উঠোনে ভাঙা পাঁচিলে
বসে থাকে এক কাক।

গাঁয়ের শীতল তরুর ছায়ায়
পান্থ করে বিশ্রাম,
গাঁয়ের শীতল ছায়ায় ঘেরা
ছোট আমার গ্রাম।





































































মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

বায়জীদ হোসাইন বলেছেন: সুন্দর

২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:

"গাঁয়ের শীতল তরুর ছায়ায়
রাখাল বাজায় বাঁশি, "

-কেন একটা বাচ্ছাকে এ যুগে রাখাল করা হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.