নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে গাজনতলা

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪



আমার গাঁয়ে গাজনতলা
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে গাজনতলা চণ্ডী মণ্ডপের ঘর,
গাঁয়ের পাশে অজয়নদী বয়ে চলে নিরন্তর।
আলুখেতের আলের উপর বসে ফিঙেপাখি,
দিঘির ঘাটে কাকগুলো সব করে ডাকাডাকি।

পথের বাঁকে বেড়ার ধারে ছাগলভেড়া চরে,
আঙিনাতে ছোট শিশুরা দৌড়া-দৌড়ি করে।
কূয়োতলায় বাসন মাজে আমার গাঁয়ের বধু,
পথের মাঝে গরুগুলো উড়ায় ধূলোবালি শুধু।

খেতের আলে বেড়ায় চরে রাঙীগাইয়ের বাছুর,
রাখাল বসে বাজায় বাঁশি,ভাসে বড়ই মিঠে সুর।
ধবল বলাকা মেলে পাখা উড়িছে আকাশেতে,
ঢাক বাজে সকাল-সাঁঝে শিশুরা উঠিছে মেতে।

গাঁয়ে সাঁঝের বেলায় প্রদীপ জ্বলে তুলসীতলায়,
নীলআকাশে চাঁদতারা হাসে ফুটফুটে জোছনায়।













































































মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা ন্যাচারাল হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.