নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র সৈকতে

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১



সমুদ্র সৈকতে
লক্ষ্মণ ভাণ্ডারী

সমুদ্র সৈকতে বসে আছি মোরা,
ফেনিল সাগর জলে ঊর্মিমালা ভরা।
মৃদু মন্দ বায়ু বহে হরষিত মন,
সুমধুর দৃশ্য হেরি ভুলায় নয়ন।
সারাদিন কেটে যায় সাগরের তটে,
সাগরের ঊর্মিমালা জাগে হৃদিপটে।
সূর্য অস্ত যায় শেষে সাগরের জলে,
স্মৃতি শুধু মনে রয় হৃদি অন্তস্থলে।
আকাশে তারার মালা শুভ্র চন্দ্র হাসে,
জলধির বক্ষে হেরি ঊর্মিমালা আসে।
সাগর সৈকতে হেরি বহু লোক জন,
আলোময় চতুর্দিক হরষিত মন।
অবশেষে হৃষ্টচিত্তে আসি ফিরে ঘরে,
স্মৃতি শুধু মনে রয় চিরদিন তরে।







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬

ভাবুক কবি বলেছেন: কবিতা ভালবাসি

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

প্রাইমারি স্কুল বলেছেন: অবশেষে হৃষ্টচিত্তে আসি ফিরে ঘরে,
স্মৃতি শুধু মনে রয় চিরদিন তরে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.