নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আছে আমাদের গাঁয়ে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯





আছে আমাদের গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আছে আমাদের গাঁয়ে ছোট এক নদী,
আপন বেগেতে নদী চলে বেগবতী।
আম কাঁঠালের গাছ এই গাঁয়ে আছে,
পাখি সব গাহে গীত বসি গাছে গাছে।

আমাদের গাঁয়ে আছে ছোট ছোট বাড়ি,
রাঙা মাটি পথ ধরে চলে গোরু গাড়ি।
তাল খেজুরের গাছ আমাদের গাঁয়ে,
বুড়ো শিবের মন্দির সোনা দিঘি বাঁয়ে।

আছে আমাদের গাঁয়ে পথ আঁকা বাঁকা,
রাখাল বাজায় বাঁশি মেঠো পথে একা।
গাঁয়ের চাষীরা করে মাঠে মাঠে চাষ,
সকলের সাথে মোরা সুখে করি বাস।

প্রভাতে সোনার রবি প্রতিদিন উঠে,
আকাশের গায়ে রাতে চাঁদ তারা ফুটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.