নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে আজ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩



গাঁয়ের মাটিতে আজ
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে আজ সবুজের সমারোহ,
মমতামাখানো গাঁয়ে আছে মায়া আর মোহ।
আছে গাঁয়ে তালগাছ, খেজর আর সুপারি,
নীল আকাশের গায়ে ওড়ে বক সারি সারি।

গাঁয়ের মাটিতে আজ, ফলে সোনার ফসল,
গাছে গাছে গাহে পাখি দিঘিতে ফোটে কমল।
আছে গাঁয়ে ছোট ঘর মাটিলেপা আঙিনায়,
দাওয়ায় বসে শিশুটি গুড় আর মুড়ি খায়।

গাঁয়ে রাঙা মাটি পথে, সারাদিন লোক চলে,
ফকির ডাঙার মাঠে, রোজ সূর্য পড়ে ঢলে।
পাখিরা বাসায় ফেরে নামে সাঁঝের আঁধার।
সাঁঝের সানাই বাজে গোটা গ্রামময় চারিধার।

আকাশে তারারা ফোটে জোছনার রাশি ঝরে,
চাঁদের আলোক ঝরে, এ গাঁয়ের মাটির পরে।

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/lax123/lax123-1487313754-b665cf3_xlarge.jpg












মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.