নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে আছে ভালবাসা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬



গাঁয়ের মাটিতে আছে ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী

এ গাঁয়ের মাটিতে আছে ভালবাসা
আছে যে মাটি মায়ের স্নেহের টান।
গাঁয়ের রাঙা পথে একতারা হাতে
হরিদাস বাউল গাহে বাউলের গান।

এই গাঁয়ের মাটিতে আছে ভালবাসা
মোদের চিত্তে জাগায় নব নব আশা,
এই মাটির বুকে রোজ লাঙল চালায়
সোনার ফসল ফলায় এ গাঁয়ের চাষা।

সবুজের সমারোহ দেখি এই মাটিতে
গাঁয়ের দিঘিতে ফোটে সোনার কমল,
রোজ প্রভাত হলে সবুজ গাছে গাছে
অবিরত করে কলতান বিহগের দল।

এ গাঁয়ে রোজ সকাল হলে সূর্য ওঠে
দিবসের অবসানে সে যে মুখ লুকায়,
সাঁঝের আকাশে চাঁদ ও তারারা হাসে
সারাগাঁয়ে বেজে ওঠে সাঁঝের সানাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

Morning Bird বলেছেন: সুন্দর

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

বিজন রয় বলেছেন: বাহ!
এ গাঁয়ের মাটিতে আছে ভালবাসা
আছে যে মাটি মায়ের স্নেহের টান।
গাঁয়ের রাঙা পথে একতারা হাতে
হরিদাস বাউল গাহে বাউলের গান।

আপনার লেখা পড়লে প্রাণ জুড়িয়ে যায়।
অনেক টান অনুভব করা যায়।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.