নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এসেছে ফাগুন ডাক দিয়েছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯



এসেছে ফাগুন ডাক দিয়েছে
লক্ষ্মণ ভাণ্ডারী

এসেছে ফাগুন ডাক দিয়েছে মনের আঙিনায়,
রোজ সকালে বসন্তদূত ডাকে আমের শাখায়।
পলাশ ফুলে ছেয়ে গেছে এ গাঁয়ের চারিধার,
ফাগুনের রং লেগেছে আজি বসন্তে এইবার।

আজি বসন্তে মৌমাছিরা, গুঞ্জন করে অবিরল,
সবুজ তরুর শাখেশাখে করে কলরব পিকদল।
ফাগুন হাওয়া দোলা দেয় চিত্তে পুলক জাগে,
যৌবনের মৌ-বনে আজ ফাগুনের রং লাগে।

বসন্তে আজি কিশলয় রাজি নব নব রূপে সাজে,
মধুরকণ্ঠে শুনি কলতান, জাগে মোর হৃদয়মাঝে।
উদাসীহাওয়া প্রাণে দেয় সাড়া স্পন্দিত নদীজল,
অজয়ের তীরে আসে একঝাঁক বনশালিকের দল।

রোদন ভরা বসন্ত মোর ভেঙে দিয়ে গেছে মন,
কুসুমকাননে কাঁদি হেথা আমি হারিয়ে প্রিয়জন।











মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

শায়মা বলেছেন: অনেক অনে ভালো লাগা!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.