নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এসেছে ফাগুন রং লেগেছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪



এসেছে ফাগুন রং লেগেছে
লক্ষ্মণ ভাণ্ডারী

এসেছে ফাগুন রং লেগেছে বন পলাশের গাছে,
আমের গাছে কোকিল ডাকে পুলকে হৃদয় নাচে।
তরুর শাখে কচি কচি পাতা বিহগের কলতান,
মহুল বনে মাদল বাজে মেতে ওঠে সবার প্রাণ।

শিমূল পলাশে রং ধরেছে ফুল ফোটে বনে বনে,
দলেদলে ধেয়ে আসে অলি ফলের মধু আহরণে।
পথের বাঁকে শালিকের ঝাঁক করে কত কোলাহল,
সোনা রোদ করে ঝিকিমিকি সুশীতল দিঘির জল।

নদীর ঘাটে নৌকাখানি বাঁধা সাদা বক আছে বসে,
রাশি রাশি কত শিমূল ফুল নদীজলে পড়ে খসে।
এসেছে ফাগুন কুসুম কাননে ধেয়ে আসে মধুকর,
দিন চলে যায়, মাস চলে যায়, আসে নতুন বছর।

এসেছে ফাগুন রং লেগেছে বসন্তের আগমনে,
বিশ্বভুবনে পুলক জাগে, ফুল ফোটে বনে বনে।














মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

আমিই মিসির আলী বলেছেন: :)

এসেছে ফাগুন রং লেগেছে বসন্তের আগমনে,
বিশ্বভুবনে পুলক জাগে, ফুল ফোটে বনে বনে।


ভালো লাগলো।
+

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: আইলো দারুন ফাগুন রে!! লাগল মনে আগুন রে!!

অনেক ভাল হয়েছে ফাগুনগীতি।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

অতঃপর হৃদয় বলেছেন: ভাল ছিল, ফাগুনের শুরুতে দিলে আরো ভাল হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.