নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সবুজ গাছের ছায়ায় ঘেরা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯



সবুজ গাছের ছায়ায় ঘেরা
লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজ গাছের ছায়ায় ঘেরা ছোট্ট আমার গ্রাম,
গ্রাম সীমানায় বইছে তটিনী, অজয়নদী নাম।
তরুর শাখে পাখিরা ডাকে সকালে সূর্য ওঠে,
ফুলবাগানে ফুলকলিরা ফুটিলে সৌরভ ছোটে।

আমার গাঁয়ে রাখাল ছেলে বাজায় বাঁশের বাঁশি,
পথের দুধারে সোনা ধানের উপচে পড়ে হাসি।
পড়ন্ত বিকেলে সোনার আলো বিশ্বভুবন জুড়ে,
মিলায় আলো লুকায় সূর্য দূরে ঐ পাহাড় চুড়ে।

পাখিরা আপন বাসায় ফেরে দিবসের অবসানে,
বেজে ওঠে সাঁঝের সানাই গাঁয়ে আঁধার নামে।
পথের ধারে জোনাকিরা জ্বলে তালপুকুরের পাড়ে,
বাদুড়েরা নাচে বাড়ির ছাঁচে, বাঁশ বাগানের আড়ে।

চাঁদ ও তারা সুনীল আকাশে সারারাত জেগে রয়,
গাছে গাছে দেখি পাখিরা ডাকে নতুন সকাল হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

ভাবুক কবি বলেছেন: এমন একটি কবিতা আজকেই আমি লিখতে বসেছিলাম।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: গাঁয়ের ছেলে গাঁয়ের কবিতা লিখতে
পারবে না তা কি কখনো হয়?
আজ নতুন করে কবিতা লেখো।
তাতে থাকবে গাঁয়ের কথা,
মায়ের কথা আর
গাঁয়ের মানুষদের কথা।
যেখানে মাটি হবে মা, মা হবে দেবী,
আর দেবতা হবে
গাঁয়ের মানুষ।


এ গাঁয়ে ছায়া আছে, মায়া আছে। আর আছে মা মাটি মানুষের ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.