নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের সরু গলি পথে

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫



গাঁয়ের সরু গলি পথে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের সরু গলি পথে তাল পুকুরের ঘাটে,
পুকুরের ঘোলা জলে হাঁসেরা সাঁতার কাটে।
পথের ধারে আম বন, কাঁঠাল গাছের সারি,
সবুজ গাছের ছায়ায় ঘেরা ছোট মাটির বাড়ি।

গাঁয়ের সরু গলি পথে উঁচু বাঁশ গাছের ঝাড়,
কিনারায় বালির চরে ঘেরা অজয় নদীর পাড়।
আম কাঁঠালের গাছে ছোট পাখিরা গান গায়,
খেজুর সুপারি গাছের সারি গাঁয়ের সীমানায়।

সরু গলি পথ দিয়ে দেখি মাটির কলসী কাঁখে,
জল নিতে আসে বধূরা, অজয় নদীর বাঁকে।
ধবল বলাকার সারি উড়ে ঐ আকাশের গায়,
সাঁঝের আঁধার নামে আমার নির্জন এই গাঁয়।

গাঁয়ে সরু গলি পথে রাতে লক্ষ্মী পেঁচারা ডাকে,
ভোরে রোজ কোকিল ডাকে আমগাছের শাখে।



















মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

উম্মে সায়মা বলেছেন: চিরচেনা গ্রামবাংলার সুন্দর চিত্র এঁকেছেন।
শুভ কামনা

২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

খালিদ১২২ বলেছেন: :D

৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:২৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: গ্রামবাংলার সুন্দর চিত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.