নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আম বাগানের পাশ দিয়ে

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৩



আম বাগানের পাশ দিয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আম বাগানের পাশ দিয়ে গাঁয়ের রাঙা মাটির পথে,
আমেরশাখে কোকিল ডাকে সকাল হতে না হতে।
তাল খেজুর আ্র সুপারি গাছে বাবুই বাসা বোনে,
ময়না চড়ুই ঝগড়া করে রান্নাঘরের চালের কোণে।

নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা সরু বালির চরে,
ঝাঁকে ঝাঁকে শালিক পাখি নীল আকাশে ওড়ে।
কলসী কাঁখে গাঁয়ের বধূ ঘাটে জল নিতে আসে,
মাথার ওপর সুনীল আকাশে শঙ্খচিলেরা ভাসে।

সকাল হলে রোজ দেখি পথে লাল ধূলো ওড়ে,
গাঁয়ের বাউল একতারাতে গান গায় মিঠে সুরে।
পুকুর পাড়ের শ্যাওড়া গাছে ঘুঘু পাখির বাসা,
দুপুর রোদেও লাঙল চালায় এই গাঁয়ের চাষা।

পুকুরঘাটে নাইতে আসে ছেলেরা গামছা পরে,
সাবান মেখে সবাই দেখি ডুব দিয়ে চান করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ভাণ্ডারী ভাই।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.