নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ

১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২




গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ সবাই আমার আপনার,
গাঁয়ের মাটি স্বর্গ আমার এই মাটি জন্মভূমি আমার।
গাঁয়ের মাটিতে গাঁয়ের মানুষ ফলায় সোনার ফসল,
গাঁয়ের রাঙা মাটির তরুর শাখে গাহে বিহগের দল।

গাঁয়ের মাটি সবুজ খাঁটি হেথা অজয় নদী বয়ে চলে,
ভর দুপুরে মেতে ওঠে গ্রাম আনন্দ ও কোলাহলে।
পথের বাঁকে দই-ওয়ালা হাঁকে দই চাই ভালো দই,
রাখালিয়া সুরে বেজে ওঠে বাঁশি দূরপানে চেয়ে রই।

গাঁয়ের মাটিতে গাঁয়ের মানুষ মাটির ঘরে বাস করে,
গাঁয়ের মাটিতে সবুজ ডাঙায় গোরু বাছুর মোষ চরে।
মাটির ঘর আর খড়ের চালায় হেথা শান্তি বাঁধে বাসা,
গাঁয়ের এ মাটিতে লাঙল চালায় আমার গাঁয়ের চাষা।

পড়ে আসে বেলা সূর্যি ডুবে যায় অজয় নদীর বাঁকে,
পথের বাঁকে শেয়াল ডাকে, গাঁয়ের মানুষ শুয়ে থাকে।











মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২১

অতঃপর হৃদয় বলেছেন: গ্রাম আমার খুব প্রিয় তাই গ্রাম ছেড়ে কোথাও যাই না। কবিতা ভাল হয়েছে।

২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

উত্তম কুমার নাথ বলেছেন: বাহ্

৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: গ্রাম আমারও খুব ভালো লাগে তাই কবিতাও ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.