নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি সবুজ খাঁটি

২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬



গাঁয়ের মাটি সবুজ খাঁটি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি
সবুজ খাঁটি,
মাটিতে ফলে সোনার ফসল।

গাঁয়ের চাষী
নিত্য আসি,
মাঠে মাঠে চালায় লাঙল।

গ্রাম সীমানায়
সবুজ ডাঙায়,
গরু বাছুর বেড়ায় চরে,

গাঁয়ের রাখাল
নিয়ে গরুপাল
বাজায় বাঁশি মধুর সুরে।

পুকুর পাড়ে
গাছের আড়ে
বীর হনুমান আছে বসে।

তেঁতুল গাছে
পাখিরা নাচে
গাছের পাতা পড়ে খসে।

আমের শাখে
কোকিল ডাকে
পুলকেতে হৃদয় নাচে,

অজয় ঘাটে
নদীর তটে
নৌকোখানি বাঁধা আছে।

মাটির ঘরে
জোছনা ঝরে
নীল আকাশে চাঁদ ওঠে।

রাতের শেষে
সকাল আসে
কুসুম কাননে ফুল ফোটে।














মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.