নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এই গাঁ আমার জন্মভূমি

০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০



এই গাঁ আমার জন্মভূমি
লক্ষ্মণ ভাণ্ডারী

এই গাঁ আমার জন্মভূমি মোরা মাটির ঘরে থাকি,
ভোর হলে পাড়ার গলিতে মুরগিরা ওঠে ডাকি।
সকাল হলে মোর আঙিনাতে ময়না চড়ুই নাচে,
বিহগের দল করে কোলাহল সবুজ গাছে গাছে।

গাঁয়ের চাষীরা লাঙল চালায় মাঠে মাঠে করে চাষ,
মাটিতে ফলায় সোনার ফসল খাটে ওরা বারোমাস।
গাঁয়ের রাখাল বাজায় বাঁশি শুনি কান পেতে আমি,
গাঁ আমার, মাটি আমার এই মাটি মোদের জন্মভূমি।

দিনের শেষে আলোক লুকায় নদীর ঘাটের কাছে,
গাঁয়ের পথে আঁধার নামে জোনাকিরা জ্বলে গাছে।
চাঁদতারা হাসে আকাশের গায় জোছনা পড়ে ঝরে,
মায়াবী রাতি একা শুয়ে থাকে অজয়ের বালুচরে।

পূবের আকাশ লাল হয়ে আসে সকালে সূর্য উঠে,
ফুল বাগানের ফুল কলিরা সব এক এক করে ফুটে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

ধ্রুবক আলো বলেছেন: গ্রামের জীবনে ফিরে যেতে হবে

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: অপূর্ব সুন্দর অনুভূতি।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর কবিতা!!!!!!!!!!

৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

আহমেদ জী এস বলেছেন: লক্ষণ ভান্ডারী ,




আপনার এই কবিতাটি পড়ে মনে পড়ে গেলো জসিমউদ্দিনের সেই অমর কবিতাখানি ----

তুমি যাবে ভাই , যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয়
...........................।
উদাসী বনের বায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.