নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের শীতল তরুর ছায়ায়

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮




গাঁয়ের শীতল তরুর ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট ছোট মাটির ঘরে,
গাঁয়ের চাষী, জেলে ও তাঁতি একসাথে বাস করে।
কামার, কুমোর, ছুতোর মালি এই গাঁয়ে করে বাস,
একে অপরে হিংসা না করে সুখে থাকে বারোমাস।

মাঠের আলে বনটিয়া এসে শিস্ দিয়ে কথা বলে,
গাঁয়ের রাঙা মাটির পথে কত গোরুর গাড়ি চলে।
ফুলের বনে ফুলকলি ফোটে পাখিরা গাহে গান,
আমের শাখে কোকিল ডাকে মাতাল করে পরাণ।

অজয় নদীর ঘাটের কাছে বক ওড়ে সারি সারি,
নীলআকাশে চিল উড়ে যায় সুন্দর লাগে ভারি।
গাঁয়ের মাঝি নৌকা চালায় ভাটিয়ালি গান গেয়ে,
নদীর ঘাটে ব্রিজের ওপর রেলগাড়ি চলে ধেয়ে।

গাঁয়ের মাটি স্বর্গ আমার গাঁয়ের মানুষ আপন জন,
গাঁয়ের মুক্ত শুদ্ধ বাতাস জুড়ায় আমার শরীর মন।






















মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

অতৃপ্তনয়ন বলেছেন: ভাল লাগলো, প্রিয়তে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.