নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশ জুড়ে তারার মালা

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮




আকাশ জুড়ে তারার মালা
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশজুড়ে তারার মালা চাঁদ আকাশের গায়,
বালির চরে নৌকা বাঁধা অজয় নদীর কিনারায়।
জোছনার রাশি ঝরে পড়ে অজয় নদীর জলে,
নদীর তটে বসে একাকী মৌনরাতি কথা বলে।

নদীর কাছে শ্মশান ঘাটে পুড়িছে মৃতের দেহ,
শ্মশানচিতার জ্বলন্ত আগুনে নাই মমতা স্নেহ।
মৃতের দেহ শ্মশানচিতায় জ্বলে পুড়ে হয় ছাই,
আপনজন কাঁদিছে সবে অজয় নদীর কিনারায়।

আকাশ জুড়ে তারার মালা নদী আপন বেগে বয়,
জোছনার রাশি স্বচ্ছ সলিলে চুপি-চুপি কথা কয়।
পূব-আকাশে চাঁদ ডুবে যায় জোছনা কেঁদে মরে,
সারা রাত জমে কান্নার পাহাড় অজয়ের বালুচরে।

রাতের শেষে তারারা লুকোয় দূর-আকাশের কোণে,
গাছে গাছে ডেকে ওঠে পাখি ফুল ফোটে বনে বনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.