নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

কাঁকন তলার মাঠ

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫





কাঁকন তলার মাঠ
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে
পথের বাঁয়ে
কাঁকন তলার মাঠ,

গ্রাম সীমানায়
ঐ দেখা যায়
তাল পুকুরের ঘাট।

গাঁয়ের চাষী
প্রভাতে আসি
মাঠে লাঙল চালায়,

রোজ সকালে
গাছের ডালে
পাখিরা গান গায়।

মাঠের আলে
রাখাল ছেলে
বাজায় বসে বাঁশি,

মা আমার
মাটি আমার
আমি গাঁকে ভালবাসি।

ঐ যে দূরে
পানাপুকুরে
পানকৌড়িরা আসে,

নীল আকাশে
শঙ্খচিল ভাসে,
লাফায় ফড়িং ঘাসে।

পুকুরঘাটে
সাঁতার কাটে
পাড়ার ছেলের দল,

সবুজ ডাঙায়
চরে বেড়ায়
গরু বাছুর ছাগল।

বিকাল হলে
সূর্য পড়ে ঢলে
সোনালী রোদ ঝরে,

বেলা ডুবে যায়
তপন লুকায়
অজয় নদীর চরে।
















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


কোথায় আপনা গাঁ?

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.