নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নৌকা বাঁধা ঘাটের কাছে

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭




নৌকা বাঁধা ঘাটের কাছে
লক্ষ্মণ ভাণ্ডারী


নৌকা বাঁধা ঘাটের কাছে,
পাখিরা গায় গাছে গাছে।
গ্রামসীমানায় পথের বাঁকে,
ফিঙে নাচে তরুর শাখে।

বক বসেছে নদীর কূলে
দুধার ভরা কাশের ফুলে।
নদীর কাছে শ্মশান ঘাট,
পথের দুধারে সবুজ মাঠ।

গাঁয়ের ডাঙায় গরু চরে,
সরাণে লাল ধূলো ওড়ে।
তাল খেজুর গাছের সারি,
তারই ছায়ায় মাটির বাড়ি।

অজয় নদীর ঘাটের কাছে,
পুরানো শিব মন্দির আছে।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে,
ঘাটের কাছে দাঁড়িয়ে থাকে।

গাঁয়ের ছেলেরা গামছা পরে,
নদীর জলে নেমে চান করে।
বেলা পড়ে আসে সন্ধ্যা হয়,
অজয় নদীর ঘাট নির্জন হয়।

















মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: সুন্দর অবিরাম।

২| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর অবিরাম

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

অতঃপর হৃদয় বলেছেন: ভালই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.