নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাছের ছায়ায় মাটির ঘর

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮




গাছের ছায়ায় মাটির ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

গাছের ছায়ায় মাটির ঘর,
গাঁয়ের মানুষ নয়কো পর।
সবাই আমার আপন জন,
গাঁয়ের পথে বাঁশের বন।

গ্রাম ছাড়িয়ে নদীর ঘাট,
দুই পারেতে সবুজ মাঠ।
মাঠের আলে ফিঙে নাচে,
ময়না নাচে ছাতিম গাছে।

এই গাঁ আমার জন্মভূমি,
দিঘির পাশেই জলা জমি।
দিঘির পাড়ে তালের গাছ
গাঁয়ের জেলেরা ধরে মাছ।

শান বাঁধানো দিঘির ঘাটে,
ছেলেরা সব সাঁতার কাটে।
তাল দিঘিতে কালো জল,
জলে ফোটে লাল কমল।

ফুল ফুটেছে বনে বনে
ধায় অলি মধু আহরণে।
গাঁয়ের চাষী করে চাষ,
সুখে থাকে বারো মাস।

গাঁয়ের মাটি স্বর্গ আমার,
সবুজ গাছ পথের দুধার।
গাছে গাছে গাহে পাখি,
কান পেতে শুনতে থাকি।

এ গাঁয়ের মাটি পূণ্যভূমি,
এই গাঁ আমার জন্মভূমি।
মাটিতে ফলে সোনার ধান,
ভরে ওঠে মোদের প্রাণ।




























মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.