নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশপারে পূব আকাশে

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২




আকাশপারে পূব আকাশে
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশপারে পূব আকাশে,
সোনার বরণ অরুণ হাসে।
গীত গায় বিহগের দল,
দিঘিতে ফোটে নীলকমল।

দুধার ভরা ধানের খেতে,
প্রভাতহাওয়া উঠল মেতে।
হনুমানটি তরুর শাখে,
লেজ ঝুলিয়ে বসে থাকে।

অজয় নদীর ঘাটের কাছে,
যাত্রীরা সব বসে আছে।
গাঁয়ের মাঝি নৌকা চালায়,
ঘরে ফেরে সাঁঝের বেলায়।

দিঘির জলে মরাল ভাসে,
পানকৌড়ি রোজই আসে।
বাঁশবাগানে গলিপথ দিয়ে,
গায়ের বধূ যায় জল নিয়ে।

সূর্যি ডোবে পাহাড় ঘেঁষে,
সন্ধ্যা নামে দিনের শেষে।
চাঁদ উঠেছে বাঁশ বাগানে,
জোছনা ঝরে গোটা গ্রামে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে
নববর্ষের শুভেচ্ছা

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ বন্ধু। বাংলা শুভ নববর্ষের আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.