নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছোট গাঁয়ে

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১




আমাদের ছোট গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গাঁয়ে এক ছোট নদী আছে,
নৌকাখানি আছে বাঁধা নদীর ঘাটের কাছে।
নাম তার অজয় নদী সদা এঁকে বেঁকে চলে,
বৈশাখে পার হয় সবে এক হাঁটু নদী জলে।

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট মাটির ঘরে,
সুখশান্তি ভালবাসা হেথা সতত বিরাজ করে।
গাঁয়ের শেষে বটের গাছে চড়ুই পাখির বাসা,
গাঁয়ের মাঠে চাষ করে আমার গাঁয়ের চাষা।

আমাদের গাঁয়ে আছে ছোট ছোট বহু দিঘি,
রবির কিরণে শীতল জল করে ঝিকিমিকি।
দিঘির পাড়ে সারি সারি আছে কত তালগাছ,
জেলেরা জাল ফেলে ধরে রুই ও কাতলামাছ।

সাঁঝের আঁধার নামে আমাদের এই ছোট গাঁয়ে,
চাঁদ ওঠে তারারা ফোটে নীল আকাশের গায়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

অতঃপর হৃদয় বলেছেন: ভালো হয়েছে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.