নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে আমার বাড়ি

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯



গাঁয়ের মাঝে আমার বাড়ি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে আমার বাড়ি গ্রাম পাথরচুড়ে,
চারিদিকে সবুজ ধানক্ষেত গ্রামখানি জুড়ে।
তালদিঘির দুইপাড়ে সারি সারি তালগাছ,
ছেলেরা গামছা বেয়ে ধরে ছোট পুঁটি মাছ।

গাঁয়ের পাশে আঁকা বাঁকা রাঙা মাটির পথে,
মানুষের আনাগোনা চলে সেই সকাল হতে।
লাঙল নিয়ে মাঠে যায় এ গাঁয়ের চাষী ভাই,
কুমোর গড়ে মাটির কলসি তুলনা তার নাই।

কামার ভাই হাতুড়ি চালায় বসে কামারশালায়,
তাঁতিভাই কাপড় বোনে খটাখট তাঁত চালায়।
গাঁয়ের মাঝি নৌকা চালায় অজয় নদীর ঘাটে,
দিনের শেষে বেলা ডোবে কাঁকনতলার মাঠে।

নির্জন রাতে আমার গাঁয়ে, চাঁদতারা জেগে রয়,
রাত কাটে ভোর হয়ে আসে নতুন সকাল হয়।




























মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: লিখে যান। শুভকামনা আপনার জন্য।

২| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.