নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এ গাঁয়ে আমার বাড়ি

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯




এ গাঁয়ে আমার বাড়ি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মানুষ সবাই থাকে মাটির চালা ঘরে,
আমগাছে কোকিল ডাকে সারাটি দিন ধরে।
তাল দিঘির চারি পাড়ে, তাল গাছের সারি,
মাটি আমার জন্মভুমি এ গাঁয়ে আমার বাড়ি।

আমার গাঁয়ে পথের বাঁকে ঘুঘু ও ফিঙে নাচে,
প্রভাতপাখিরা গান গায় বসি সবুজ গাছেগাছে।
ময়নাচড়ুই বসে নাচে আমার বাড়ির আঙিনায়,
রাখাল বসে বাজায় বাঁশি প্রাচীন বটের ছায়ায়।

মাটি আমার জন্মভুমি, এ গাঁয়ে আমার বাড়ি,
এ গাঁয়ে রাঙা মাটির পথে চলে গোরুর গাড়ি।
অজয়নদীর ঘাটের কাছে যাত্রীদের কোলাহল,
নৌকায় বসে পার হয় হেথা নিত্য যাত্রীর দল।

দিনের শেষে সূর্য ডোবে অজয় নদীর কিনারায়,
সাঁঝের আঁধার নেমে আসে আমার নির্জন গাঁয়।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা।

২| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

মানবী বলেছেন: স্নিগ্ধ সুন্দর গাঁয়ের ছবি কবিতায়!
ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ লক্ষণ ভান্ডারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.