নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে জন্ম আমার

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫




গাঁয়ের মাটিতে জন্ম আমার
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে জন্ম আমার আমি গাঁকে ভালবাসি,
সবুজতরুর শীতল ছায়ায় রাখাল বাজায় বসে বাঁশি।
প্রভাত কালে তরুর শাখে শুনি প্রভাত পাখির গান,
আম-কাঁঠালের বনে বনে শুনি কোকিলের কুহুতান।

হেথা আঙিনায় বসে চা-মুড়ি খায় ছোট এক ছেলে,
সুদূর আকাশে ধবল বলাকা উড়ে দুটি পাখা মেলে।
পায়রার ঝাঁক উড়ে এসে বসে রান্নার ঘরের চালে,
হনুমান এসে ল্যাজটি দুলায় বসে বট গাছের ডালে।

পথের দুধারে কলমীর বনে পচা জলের গন্ধ ভাসে,
গোরু মোষের গা ধোয়াতে সবে কাদাডোবায় আসে।
ক্লান্তপথিক গামছা কাঁধে একা রাঙামটির পথে চলে,
পাড়ার ছেলে সাঁতার কাটে সোনাদিঘির ঘোলা জলে।


বেলা ডুবে যায় সন্ধ্যা আসে দূরে সাঁঝেরসানাই বাজে,
গাঁয়ের মাটি স্বর্গ যে আমার এই বিপুলা বসুন্ধরা মাঝে।
























মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


"হনুমান এসে ল্যাজটি দুলায় বসে বট গাছের ডালে। "

-হনুমানও আছে গ্রামে? কোথায় সেই গ্রাম?

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হনুমান এসে ল্যাজটি দুলায় বসে বট গাছের ডালে।"

হনুমান কি আদৌ আছে গ্রামে???
স্বচক্ষে হুনুমান দেখার ইচ্ছে আমার বহুদিনের..

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.