নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জন্মিলে মরিতে হবে

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬




জন্মিলে মরিতে হবে
লক্ষ্মণ ভাণ্ডারী

মানব দেহ পচা দেহ মাটিতে মিশে যায়,
শ্মশানের জ্বলন্ত চিতায় পুড়ে হয় ছাই।
প্রাণহীন মানব দেহে পড়ে থাকে কায়া,
পৃথিবী হতে যায় চলে ছেড়ে সকল মায়া।

শ্মশানের চিতা সবার শেষ বেলার শয়ন,
সবাই কেড়ে নেবে তোমার অঙ্গের বসন।
সোনার দেহ কালি হবে, পুড়ে হবে ছাই,
ভাসে সবাই চোখের জলে করে হায় হায়।

টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে সবই পড়ে,
নিয়ে যাবে শ্মশানঘাটে বাঁশেরদোলা পরে।
শ্মশানে হবে ফুলশয্যা বাঁধবে সুখের ঘর,
অন্তিমকালে সবাই সেদিন হয়ে যাবে পর।

ভাগ্যের খাতায় লেখা আছে অবশ্যই মরণ,
জন্মিলে মরিতে হবে একদা জানে সর্বজন।

























মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.