নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির বালুচরে

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪



স্মৃতির বালুচরে
লক্ষ্মণ ভাণ্ডারী

স্মৃতির বালুচরে ফোটে বেদনার ফুল,
ঝরে গেছে সব আজি আশার মুকুল।
নয়নের জলে হেথায় নামিল বাদল,
নিশ্বাসে ঝড় বহে আজি ঝঞ্ঝা প্রবল।

জীবননদীর তটে আসে কুলভাঙা ঢেউ,
নয়নে জল ঝরে আঁখিজলে ভাসে কেউ।
পতিহারা সতী কাঁদে নিজপুত্র বিয়োগে,
কেহ কাঁদে ক্ষুধায়, কেহবা ভোগে রোগে।

গোলাপ ঝরে যায়, দেয় আন্তরিক প্রীতি,
মানুষ মরণের পরেও রেখে যায় স্মৃতি।
জীবনের এ ধ্রুব সত্য জন্মিলে মরিতে হয়।
জন্মিলে মরিতে হবে তবে কেন মৃত্যুভয় ?

এজীবন নিশার স্বপন মনে রেখো সর্বজন,
কবিতায় লিখে যায় কবি ভাণ্ডারী লক্ষ্মণ।


























মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ভালো কবিতা ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


আমাদের গ্রামে হঠাৎ কি হলো?

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.