নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

হাসে অরুন পূব গগনে

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯



হাসে অরুন পূব গগনে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে
গাছের ছায়ে
মাটি দিয়ে নিকানো ঘর,

পথের দুপাশে
ধানের খেতে
আলে পথ চলে বরাবর।

বাড়ির কাছে
আমের গাছে
কোকিল ওঠে ঐ ডেকে,

পথের বাঁকে,
কাকেরা ডাকে,
ফেরিওয়ালা যায় হেঁকে।

পুকুর পাড়ে,
গাছের আড়ে,
দোয়েল পাখি গায়,

বাঁশের বনে
আপন মনে
মুরগীরা সবে ধায়।

দূরের মাঠে
পুকুর ঘাটে
পড়ে আসে যবে বেলা,

ছেলেরা এসে,
সবে মিলেমিশে
করে কানামাছি খেলা।

দিনের শেষে
সূর্য যায় ডুবে,
সাঁঝের আঁধার নামে,

আকাশের গায়ে
জোছনা হারায়ে
চাঁদ ঘুমোয় আরামে।

রাত কেটে যায়,
খোলা হাওয়ায়,
ফুল ফোটে বনে বনে,

সকাল বেলায়,
বিহগেরা গায়,
হাসে অরুন পূব গগনে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫

রাফিন জয় বলেছেন: মচৎকার!

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫

রাফিন জয় বলেছেন: থুক্কু, চমৎকার!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.