নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বৈশাখের কড়া রোদে

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯




বৈশাখের কড়া রোদে
লক্ষ্মণ ভাণ্ডারী

বৈশাখের কড়া রোদে জল নেই পুকুরে,
খালি গায়ে লোকজন চলে ভর দুপুরে।
আকাশের মাঝখানে লালসূর্যটা জ্বলছে,
বাতাসের কানে বুঝি কিছু কথা বলছে।

দুপুরের কড়া রোদে, নাই কেহ আঙিনায়,
একতারা হাতে নিয়ে বেনু দাস গান গায়।
লাঠি হাতে চলে পথে অন্ধ হরি-হর দাস,
কুকুরেরা ছুটে আসে কাছে এলেই সর্বনাশ।

দুপরের কড়া রোদে কাদা জলে ধরে মাছ
ধবল বলাকা এক দুধারে আছে তালগাছ।
গাঁয়েরবধু জল নিয়ে স্নান করে আসে ঘরে,
ঘটি হাতে শিশু এক আসে তার হাত ধরে।

বৈশাখের কড়া রোদে প্রাণ করে আনচান,
পথে ঘাটে বের হলে কচিডাব কিনে খান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: বৈশাখের কড়া রোদে প্রাণ করে আনচান,
পথে ঘাটে বের হলে কচিডাব কিনে খান।

প্রবাসে ডাবের দোকান খুঁজে পাওয়া মুশকিল। কি করি হায়?

খুব বেশি ভালো লাগলো কবিতা..... :)

৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.