নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রভাতের পরে

০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৪৯



নতুন প্রভাতের পরে
লক্ষ্মণ ভাণ্ডারী

এ গাঁয়ের সবুজ তরুর ছায়ায় রাখাল বাজায় বাঁশি,
বাঁশের বাঁশির রাখালিয়া সুর মরমে পশিল আসি।
বাঁশবাগানের সরু গলিপথে শুনি পাখিদের কলরব.
কলসী কাঁখে জল নিতে আসে গাঁয়ের বধূরা সব।

গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট শিশুরা বসে খেলে,
সুনীল আকাশে বক উড়ে যায় সাদা দুটি পাখা মেলে।
তালদিঘির কালো ঘোলা জলে রাজহাঁসের দল ভাসে,
বিশাল সবুজ ধানের খেত দেখি এ গাঁয়ের চারপাশে।

গ্রাম সীমানায় অজয় নদীঘাটে গাঁয়ের মাঝি খেয়া বায়,
এপার ওপার দুইপারে গাঁ মাঝে অজয় নদী বয়ে যায়।
দিনের শেষে পড়ে আসে বেলা অজয় নদীর কিনারায়
সাঁঝের আঁধার নেমে আসে বাজে দূরে সাঁঝের সানাই।

চাঁদের আলো পড়ে ঝরে ছোট ছোট মাটির কুঁড়েঘরে,
সহস্র তারকা মুখ লুকায় হেথা নতুন প্রভাতের পরে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


কোথায় এখন বাঁশী বাজে? লোকজন চলে গেছে সৌদী আরব

২| ০১ লা মে, ২০১৭ রাত ৮:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

৩| ০২ রা মে, ২০১৭ রাত ১:১৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.