নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অচিন গাঁয়ের কবি আমি

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৫৯



অচিন গাঁয়ের কবি আমি
লক্ষ্মণ ভাণ্ডারী

অচিন গাঁয়ের কবি আমি যে ভাই,
চেনা পৃথিবীর অচেনা এক কবি।
আমার কবিতায় আমি এঁকে যাই
আমার আপন গাঁয়ের সুন্দর ছবি।

আমি যে দেখেছি আমার গাঁয়ে
চাষীর দল মাঠে মাঠে করে চাষ,
মাটিতে ফলায় সোনার ধান তাই
সবুজ দেখায় এ গাঁয়ের চারিপাশ।

আমি যে দেখেছি আমার গাঁয়ে,
কুমোরেরা ঘোরায় মাটির চাকা,
মাটি দিয়ে গড়ে মাটির কলসি,
সেথায় সারি সারি আছে রাখা।

আমি যে দেখেছি আমার গাঁয়ে
কামারেরা বসে কামার শালায়,
সারাটা দিন বসে হাঁপর হাঁপায়
লোহার উপরে হাতুড়ি চালায়।

আমি যে দেখেছি আমার গাঁয়ে
তাঁতি ভাইরা রোজ চালায় তাঁত,
ধুতি ও শাড়ি আর গামছা বোনে
ওরা কাজ করে ভাই দিন রাত।

কর্ম-ক্লান্ত আমার গাঁয়েতে দেখি
দিনের শেষে ঐ সূর্য ডুবে যায় ,
ক্লান্ত পাখিরা ফিরে আসে নীড়ে
চাঁদ তারা হাসে আকাশের গায়।

অচিন গাঁয়ের কবি আমি যে ভাই,
চেনা পৃথিবীর অচেনা এক কবি,
আমার কবিতায় আমি এঁকে যাই
আমার আপন গাঁয়ের সুন্দর ছবি।








































মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কাব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.