নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পথে অন্ধকার নামে

০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪



গাঁয়ের পথে অন্ধকার নামে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গাঁয়ে, গাছে গাছে পাখি ডাকে,
ছোট ছোট মাটির ঘরে সবাই মিলেমিশে থাকে।
গাঁয়ের পাশে অজয় নদীটি বয়ে চলে অবিরাম,
এই গাঁ আমার জন্মভূমি এই গাঁ আমার স্বর্গধাম।

সকাল হলে পূবআকাশে সোনার রবি রোজ ওঠে,
গরু নিয়ে গাঁয়ের রাখাল নিত্য চলে মাঠে-গোঠে।
গাঁয়ের শীতল তরুর শাখায় কত পাখি বাঁধে বাসা,
রাঙা মাটির পথে গাঁয়ের সবাই করে যাওয়া আসা।

ধান খেতে বনটিয়া আসে ঘুঘু ডাকে বাবলা গাছে,
নৌকাখানি আছে বাঁধা অজয় নদীর ঘাটের কাছে।
মাটির কলসি কাঁখে নিয়ে বধূরা জল আনিতে যায়,
ক্লান্ত পাখিরা নীড়ে ফিরে আসে দিনশেষে সন্ধ্যায়।

গাঁয়ের পথে অন্ধকার নামে জোনাকিরা সব জ্বলে,
চাঁদ ওঠে রাতে জোছনা ছড়ায় রাত্রি অধিক হলে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.