নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ঝড় উঠেছে নদীর কূলে

২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯



ঝড় উঠেছে নদীর কূলে
লক্ষ্মণ ভাণ্ডারী

ঝড় উঠেছে নদীর কূলে
নাইকো কূলে কেউ,
ফুঁসিছে নদী প্রবল বেগে
উপছে পড়িছে ঢেউ।

কালো মেঘে ঐ আঁধার নামে
যায় না কিছুই দেখা,
গরজিছে মেঘ, কাঁপিছে ভূধর
কূলে বসে আছি একা।

কালো মেঘে ঘনায়ে আঁধার
উঠিল দুরন্ত ঝড়।
নদী তটের বিশাল বটের
ডাল ভাঙে মড়মড়।

অশনি-ভরা বিজুলির আভা
ঝলসি উঠিছে মেঘে,
গাঁয়ের পথে গরু-বাছুর সব
ছুটিছে প্রবল বেগে।

ছিঁড়েছে পাল, ভেঙেছে হাল
মাঝি করে হায় হায়,
আমি শুধু একা বসে থাকি
অজয় নদীর কিনারায়।

বৃষ্টি ঝরিছে অঝোর ধারায়
পথে জমে কত জল,
গগনে-গগনে কালিমাখা মেঘ
গরজিছে অবিরল।

আকাশ পারে ঈশান কোণে
ঘুচে যায় কালো মেঘ,
বৃষ্টিসিক্ত এই ধরণীর পরে
থেমে যায় ঝড়ের বেগ।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.