নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে পথের ধারে

২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:০০



গাঁয়ের মাঝে পথের ধারে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে পথের ধারে
বক বসেছে পুকুর পাড়ে।
পদ্ম দিঘির শীতল জলে,
ফোটে কমল সকাল হলে।

সবুজ গাছে পাখির গান,
শুনে জুড়ায় আমার প্রাণ।
আমেরশাখে কোকিল ডাকে,
শালিক ওড়ে পথের বাঁকে।

পদ্ম দিঘির শীতল জলে
গাঁয়ের যত পাড়ার ছেলে
সাবান মাখে স্নানের ঘাটে
সবাই মিলে সাঁতার কাটে।

জ্বলন্ত সূর্য মাথার উপর,
দুপুর বেলা রৌদ্র প্রখর।
গামছা কাঁধে আদুল গায়ে,
বসে পথিক গাছের ছায়ে।

দূর পাহাড়ে বনের ধারে,
মহুলের গাছ সারে সারে।
বনের টিয়া বেড়ায় উড়ে,
মাদল বাজে বাঁশির সুরে।































মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতা পড়তে আমার বেশি ভালো লাগে।

২| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.