নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পূবের আকাশ রঙিন হয়

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:০৮



পূবের আকাশ রঙিন হয়
লক্ষ্মণ ভাণ্ডারী

পূবের আকাশ রঙিন হয় প্রভাত হলে পরে,
সোনার রবি ছড়ায় কিরণ অজয় নদীর চরে।
অজয় নদীর সরু বালি জলের মাঝখানে চর,
তারই পরে বক বসে শোভা অতি মনোহর।

নদী ঘাটে যাত্রী সকলে আসে রোজ দলেদলে,
গাঁয়েরমাঝি যাত্রীদের নিয়ে নৌকা বেয়ে চলে।
কলসী কাঁখে গাঁয়ের বধূরা আসে জল নিতে,
জল নিয়ে ঘরে ফিরে যায় রাঙা মাটির পথে।

সকালে বিকালে পার হয় ঘাটে কত লোকজন
সাঁঝেরবেলা আসে না কেহ নদীঘাট হয় নির্জন।
ক্লান্তপাখিরা ফিরে আসে নীড়ে করে কোলাহল,
অজয় নদী বয়ে চলে শুধু আপন বেগে কলকল।

নীল আকাশে তারারা ফোটে চাঁদের আলো ঝরে,
নিঝুম রাত্রি ঘুমায় একাকী অজয় নদীর বালুচরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

জুনিয়ার ব্লগার বলেছেন: সুন্দর +

২| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:১৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.