নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গাঁয়ে আছে

০১ লা জুন, ২০১৭ সকাল ১০:৫১



আমাদের গাঁয়ে আছে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গাঁয়ে আছে সারি সারি তালগাছ,
নয়নদিঘির জলে লাফায় রুই, কাতলা মাছ।
পথের বাঁকে গরু মহিষ চরে সবুজ ডাঙায়,
মাঠেমাঠে চাষীরা সবে নিত্য লাঙল চালায়।

অজয় নদীর ঘাট ভরে ওঠে যাত্রীদের ভিড়ে,
ধবল বলাকা উড়ে আসে অজয় নদীর তীরে।
মাঝি চলে নৌকা বেয়ে গেয়ে ভাটিয়ালিগান,
রাখালসুরে বাঁশি বাজে দূরে মেতে ওঠে প্রাণ।

আমাদের গাঁয়ে আছে ছোট ছোট মাটির ঘর,
আঙিনায় কলা বাগান শোভা অতি মনোহর।
আম ও কাঁঠালের গাছ বাড়ির পাঁচিল ঘেঁষে।
ময়না চড়ুইরা ঝগড়া করে আঙিনাতে এসে।

আমাদের গাঁয়েতে হেরি নদীর ঘাটের কাছে,
বিশাল বটের শাখে পাখি বাসা বেঁধে আছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৫২

প্রামানিক বলেছেন: আমাদের গাঁয়ে আছে ছোট ছোট মাটির ঘর,
আঙিনায় কলা বাগান শোভা অতি মনোহর।


দাদা, আঙিনায় কলা বাগান করলে ধান শুকাবে কই?

২| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:১১

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধান শুকানোর জন্য খামার বাড়ি আলাদা করে রাখা হয়।
আঙিনায় কূয়োতলার সামনে কলাবাগান অনেক বাড়ির
আঙিনায় দেখা যায়। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রীতি ও শুভেচ্ছা জানাই।

৩| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৪| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.