নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সূর্য ডোবে পাহাড় ঘেঁষে

০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:০১



সূর্য ডোবে পাহাড় ঘেঁষে
লক্ষ্মণ ভাণ্ডারী

সূর্য ডোবে পাহাড় ঘেঁষে
সারা দিনের শেষে,
আকাশ ঘিরে তারার মেলা
চাঁদ উঠেছে হেসে।

নদীর চরে জোছনা ঝরে
নির্জন নদীর ঘাট,
কুলু কুলু রবে বহিছে নদী
বসেছে চাঁদের হাট।

চাঁদের আলো পড়ে ঝরে
অজয় নদীর চরে,
চাঁদের আলো খেলা করে
গাঁয়ের মাটির ঘরে।

ফুটফুটে জোছনা হাসিছে
সারা ভুবন জুড়ে,
গাছের ডালে সবুজ পাতায়
অজয় নদীর কূলে।

রজনী শেষে নিশি প্রভাতে
জোছনা হারিয়ে যায়,
সোনার বরণ অরুণ রবি ঐ
সোনার কিরণ ছড়ায়।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: বাহ! খুব ভাল লাগল।

সূর্য ডোবে পাহাড় ঘেঁষে
সারা দিনের শেষে,
আকাশ ঘিরে তারার মেলা
চাঁদ উঠেছে হেসে।
.............................. এই টুকু বেশি ভাল।

২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: এত সুন্দর করে লিখেন কিভাবে !!!

০৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা সতত।

৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৩৪

চিন্তক মাস্টারদা বলেছেন: বিজন রয় বলেছেন: বাহ! খুব ভাল লাগল।

সূর্য ডোবে পাহাড় ঘেঁষে
সারা দিনের শেষে,
আকাশ ঘিরে তারার মেলা
চাঁদ উঠেছে হেসে।
.............................. এই টুকু বেশি ভাল।


আসলেই।

৪| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: চিন্তক মাস্টারদা......... আবার আমাকেই তুলে দিয়ে গেলেন।
ভাল, ভাল।

৫| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:০৯

ধ্রুবক আলো বলেছেন: কোন একদিন মন্তব্যের প্রতি মন্তব্য দিয়েন।

০৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ কবি। প্রীতি ও শুভেচছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.