নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট গাঁয়ে ছোট ঘর

০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪



ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট পাখি,
প্রভাতে উঠিয়া ওঠে কিচিমিচি ডাকি।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট দিঘি,
দিঘি পাড়ে ছোট ছোট তালগাছ দেখি।

দুই ধারে দিঘি পাড়ে খেজুরের গাছ,
দিঘি পাড়ে ছোট বক ধরে ছোটমাছ।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট ছেলে,
বইখাতা নিয়ে হাতে রোজ স্কুলে চলে।

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ছোট ফুল,
পথ পাশে কুলগাছে ধরে ছোট কুল।
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট এক নদী,
কুলু কুলু বয়ে চলে হয়ে বেগবতী।

দুইধারে নদী পাড়ে ছোট ছোট গ্রাম,
তার মাঝে নদী বয়ে চলে অবিরাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৩

প্রাইমারি স্কুল বলেছেন: সুন্দর

২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম।
কবিকে ধন্যবাদ জানাই।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.