নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার মাতৃভূমি

০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬



বাংলা আমার মাতৃভূমি
লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার প্রভাতবেলা
প্রভাত পাখির গান।

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার দেশ,
বাংলা আমার ধূতি পরা
বাংলা আমার বেশ।

বাংলার মাঠে মাঠে চাষী
ফলায় সোনার ফসল,
বাংলার সবুজ গাছে গাছে
ধরে কত ফুল ও ফল।

বাংলা আমার মাতৃভাষা
বাংলা মধুর গানের সুর,
বাংলা আমার ভূস্বর্গ ভূমি
বাংলা যে উর্ধ সুরপুর।

বাংলা আমার নয়নদিঘি
ফোটে সোনার কমল,
বাংলার সবুজ ডাঙায় চরে
যত গরু মহিষ সকল।

বাংলা আমার অজয় নদী
বাংলা সুশীতল ছায়া,
এই মাটিতে ছড়ানো আছে
মমতা মাখানো মায়া।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেশ প্রেম সুন্দরভাবে ফুটে উঠেছে।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক অভিনন্দন জানাই।

২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩১

কাব্য রসিক বলেছেন: অসাধারণ কবি :-B

স্বদেশ প্রেশ তুলে ধরতে সক্ষম হয়েছেন আপনি
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে !!

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক অভিনন্দন জানাই।
শুভকামনা।

৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৫

প্রথমকথা বলেছেন:


খুব সুন্দর দেশপ্রেমের বহিঃপ্রকাশ, ভাললাগল।।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক অভিনন্দন জানাই।
অসংখ্য ধন্যবাদ।

৪| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: প্রতিটা মানুষের'ই দেশপ্রেম থাকা দরকার।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন।
অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

৫| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা,
একদিন সবাইকে ন বলে চিরকালের মত গ্রামে চলে যাবো আর ফিরবো না।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: আজ আপনারা কেউ গ্রামে ফিরবেন না জানি।
কিন্তু একদিন সবুজ বিপ্লবের অভিযানে সবাইকে
গ্রাম বাংলার ডাকে ফিরে আসতেই হবে।
গাঁয়ে ছায়া আছে, মায়া আছে, আর আছে
সবুজ ফসলের সম্ভাবনা।
মন্তব্যের প্রশংসা করি।
আপনার এই মন্তব্যে আমি অভিভূত।
প্রীতি ও শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.