নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটিতে ফলে সবুজ সোনা

০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩০



মাটিতে ফলে সবুজ সোনা
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে জন্ম আমার
মাটিতে ফলে সবুজ সোনা,
গাঁয়ের মাটি স্বর্গ যে আমার
মাটি মাকে কভু ভুলবো না।

এই মাটিতে লাঙল চালায়
আমার গাঁয়ের চাষীর দল,
রৌদ্রে পুড়ে ও জলে ভিজে
মাঠে ফলায় সোনার ফসল।

গাঁয়ের মাটি মা যে আমার
গাঁয়ের মানুষেরা আপনজন,
কুমোর গড়ে মাটির হাঁড়ি
হাতুড়ি চালায় কামারগণ।

ছুতোর তাঁতি জেলে ধোপা
আমার গাঁয়েতে করে বাস,
জেলেরা দিঘিতে মাছ ধরে
সুখে থাকে সবে বারোমাস।

সবুজ গাছে পাখিরা ডাকে
আকুল করে তোলে প্রাণ,
দোয়েল ফিঙে নাচে গাছে
কোকিলের কণ্ঠে কুহু তান।

গাঁয়ের মাটিতে সুখের পরশ
আর আছে শান্তির ঠিকানা,
গাঁয়ের মাটিতে আছে মায়া
এই গাঁয়ের মাটি আমার মা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১

বিজন রয় বলেছেন: আহা!

মাটির কবিতা।
পাণ জুড়িয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.