নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমে ওই মেঘ জমেছে

৩০ শে জুন, ২০১৭ রাত ৮:১৪




পশ্চিমে ওই মেঘ জমেছে
লক্ষ্মণ ভাণ্ডারী

পশ্চিমে ওই মেঘ জমেছে
মেঘ করেছে কালো,
নামলো বৃষ্টি মুষল ধারায়
অজয়ে বান এলো।

পদ্মপুকুরের পাড় ভেঙেছে
জল ঢুকছে গাঁয়ে,
ভেঙে গেছে আটচালাঘর
চণ্ডীতলার বাঁয়ে।

একূল ভাঙে ওকূল ভাঙে
ভাসে দুপারে গ্রাম,
টুপর টাপুর বৃষ্টি পড়ে
সারাদিন অবিরাম।

ঘন-মেঘ ছাড়িছে হুংকার
বিজুলিধারা চমকায়,
নদী-পাড়ের গাছ ভাঙে
গাছের ডাল মচকায়।

অম্বরের ফাঁকে ফাঁকে
সূর্যকে দেখা যায়,
আকাশের কালো মেঘ
ঘন ঘন গরজায়।

আবার বুঝি নামল বৃষ্টি
আঙিনায় জমে জল,
অজয়নদে বান এসেছে
জল ঝরে অবিরল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের গ্রাম তো ভাসছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.